২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম ভারতের দুর্গাপূজার এক মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অসুরের রূপে প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। সোমবার দলটির দফতর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ড. ইউনূসকে অসুরের চেহারায় দেবী দুর্গার পায়ের নিচে উপস্থাপন করা শুধু একজন ব্যক্তিকে অপমান নয়, বরং বাংলাদেশের জাতীয় গৌরব ও জনগণের মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাজ বাংলাদেশবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ এবং দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। ডা. ইরান অভিযোগ করে বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ভারতীয় মহল সহজভাবে নিতে পারেনি। সেই হতাশা থেকেই ড. ইউনূসকে হেয় করার অপচেষ্টা চালানো...