পরিকল্পনায় ত্রুটি, ব্রিজের নিকটবর্তী স্থানে ব্যক্তিগত বহুতল ভবন নির্মাণ এবং মাত্রাতিরিক্তি উচ্চতা-সব মিলিয়ে স্থানীয়দের মনে হচ্ছে ব্রিজটি নির্মাণের কারণে সুবিধার থেকে অসুবিধাই বেশি হবে। যদিও কর্তৃপক্ষ বলছে, নির্মাণের পর এর সুফল পাবেন মানুষ। জেলার অন্যতম ব্যস্ততম এলাকা কুষ্টিয়ার মিরপুর বাজার। জেলার দীর্ঘতম মিরপুর পৌর পশুহাট, উপজেলা পরিষদ, মিরপুর-দৌলতপুর সড়কের জন্য একমাত্র সংযোগস্থলে জিকে ক্যানেলের ওপরে রয়েছে একটি ব্রিজ। দৌলতপুর ও মিরপুর উপজেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজ পারাপার হয়। উপজেলা পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ প্রায় সকল কাজে উপজেলা দুটোর একমাত্র অবলম্বন এই ব্রিজটি। পূর্বে এই স্থানে ব্রিজ থাকলেও প্রয়োজনে সেখানে নতুন করে ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। ১৮ কোটি টাকা ব্যয়ে এ ব্রিজ নির্মাণে কাজ চলছে দীর্ঘদিন। কাজ যেন শেষই হচ্ছে না। বাধ্য হয়ে বাঁশের সাঁকোতে পারাপার হতে...