পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হয়েছে। অস্ত্র এবং বিভিন্ন ধরনের লেনদেনের ওপর এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেয়। তাদের অভিযোগ ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত ইরান ভঙ্গ করেছে। যদিও ইরান বারবার বলেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেসব প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেগুলো গত শনিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা থেকে পুনরায় বলবৎ হয়েছে। অর্থাৎ নিষেধাজ্ঞা কার্যকর হওয়া ঠেকানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা ইরান ও বিশ্বের...