চট্টগ্রাম:দক্ষিণ আমেরিকা ও পূর্ব আফ্রিকা থেকে কোকেন এনে বাংলাদেশ হয়ে ভারত ও থাইল্যান্ডে পাচার করছে নাইজেরিয়ানদের নেতৃত্বে গড়া একটি আন্তর্জাতিক চক্র। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেন জব্দের ঘটনায় চার বিদেশির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো।এদের মধ্যে তিনজন নাইজেরিয়ান। মূল হোতা জ্যাকব ফ্র্যাঙ্ক ওরফে ডন ফ্র্যাঙ্কি ওরফে জন ল্যারি বর্তমানে নাইজেরিয়ায় অবস্থান করছেন। তদন্ত কর্মকর্তারা জানান, দক্ষিণ আমেরিকা ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোকেন এনে বিমানযোগে বাংলাদেশ হয়ে ভারত বা থাইল্যান্ডে পাচার করা হতো। ২০২৪ সালের ১৫ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গ্র্যান্ড বাহামা দ্বীপের নাগরিক স্টাটিয়া শান্টিয়া রোলকে (৫৩) গ্রেপ্তার করে কাস্টমস গোয়েন্দা, নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ। তিনি পেশায় সেলসওম্যান এবং কম্পিউটার ইউপিএসের ভেতরে লুকিয়ে কোকেন বহন করছিলেন। পতেঙ্গা থানায় দায়ের হওয়া ৩ কেজি...