ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদেমাঝিরা গ্রামটি যেন এক জীবন্ত কর্মশালা। ঘরে ঘরে চুলার আগুনে বাঁশ সেঁকে তৈরি হচ্ছে মাছ ধরার ছিপ। শত বছরের পুরোনো এই কৌশল আজও ধরে রেখেছে গ্রামের পরিচিতি। কৃষিকাজের পাশাপাশি ছিপ বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের মানুষ, বাড়তি আয় করছে নারীরাও। বর্ষা এলেই পাইকারদের ভিড়ে জমে ওঠে এই গ্রাম। বলা চলে, বাদেমাঝিরা এখন শুধু একটি গ্রাম নয়, এটি হয়ে উঠেছে ছিপ তৈরির ঐতিহ্য আর জীবিকার প্রতীক। ছবি: কামরুজ্জামান মিন্টু আঁকাবাঁকা চিকন বাঁশকে আগুনে সেঁকে সোজা করা হয়। শত বছরের এই কৌশলেই আজও তৈরি হচ্ছে বাদেমাঝিরার বিখ্যাত মাছ ধরার ছিপ। কোনো ঘরে কৃষিকাজের সরঞ্জাম, কোনো ঘরে মিটিমিটি আগুনে বাঁশ সেঁকা-এভাবেই পুরো গ্রামজুড়ে চলছে ছিপ তৈরির এক ঐতিহ্যবাহী কর্মযজ্ঞ। গৃহস্থালি কাজের ফাঁকে গ্রামের নারীরা ছিপ ছাঁটার কাজে যুক্ত হচ্ছেন। এতে প্রতিদিন...