ঠিক যেন পাগলা ঘোড়ার মতো ছুটছে সোনা। ইতোমধ্যে রেকর্ড ছাড়িয়ে দামের নতুন মাইলফলক ছোঁয়ার পথে মূল্যবান ধাতুটি। প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়ে গেছে ৩ হাজার ৮০০ ডলার। অনুমিতভাবেই বিশ্ববাজারে সোনার দামের এ প্রভাব অতি দ্রুত পড়তে যাচ্ছে দেশের বাজারেও। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রথমবারের মতো আউন্সপ্রতি সোনার দাম ৩ হাজার ৮০০ মার্কিন ডলারের স্তর ছাড়িয়ে গেছে। খবর রয়টার্সের। মার্কিন স্পট মার্কেটে এদিন সোনার দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩,৮০১.৮৮ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর ফিউচার মার্কেটে ০.৬ শতাংশ বেড়ে এই দাম দাঁড়িয়েছে ৩,৮৩১.৯০ মার্কিন ডলার। এ হিসেবে বাংলাদেশি মুদ্রামানে বিশ্ববাজারে প্রতি ভরি সোনার নাম বর্তমানে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা (১ টাকা সমান ১২০ ডলার ধরে); ডিসেম্বর নাগাদ যা পৌঁছাতে পারে প্রায় ১ লাখ ৮৯ হাজার...