পাকিস্তানের পাঁচ বোলার মিলে ১৬ ওভারে দিয়েছেন মাত্র ১০০ রান। হারিস রউফ একাই ৩.৪ ওভারে দিয়েছেন ৫০! এশিয়া কাপের ফাইনালে হারার পর এই ফাস্ট বোলারকে একহাত নিয়েছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের মতে, লাল বলের ক্রিকেটে রউফ খেলেন না বলেই তার বোলিং এত এলোমেলো। এশিয়া কাপের ফাইনালে ১৪৬ রানের পুঁজি নিয়েও পাকিস্তান প্রবল চাপে রেখেছিল ভারতকে। তবে বারবারই সেই ফাঁস আলগা হয়ে যায় রউফের বোলিংয়ে। প্রথম ওভারে সাত রান দিলেও তার পরের তিন ওভারই ছিল খরুচে। ছয় ওভারে ভারতের যখন প্রয়োজন ৬৪ রান, তখন রউফকে চার মারেন শিভাম দুবে, চার ও ছক্কা মারেন তিলাক ভার্মা। ওভার থেকে আসে ১৭ রান। এরপর শেষ তিন ওভারে যখন প্রয়োজন ৩০ রান, তখনও রউফের ওভার থেকে আসে ১৩ রান। ওভারের শেষ বলটি ফুল টস...