প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, কল রেকর্ডিং শুরুর আগে অবশ্যই অপর প্রান্তের সম্মতি প্রয়োজন কারণ রেকর্ডিং শুরু হলে উভয় পক্ষই একটি অডিও সতর্কবার্তা শুনবে যাতে জানিয়ে দেওয়া হবে ‘কথোপকথন রেকর্ড হচ্ছে’। প্রক্রিয়াটি বেশ সহজ, ফোন অ্যাপ খুলে কল শুরু করুন বা রিসিভ করুন। কল চলাকালে ‘মোর’ বাটনে চাপুন এবং সেখান থেকে ‘কল রেকর্ডিং’ বাছাই করুন। কথোপকথন শেষ হলে বা ‘স্টপ’ বাটন চাপলে অডিও স্বয়ংক্রিয়ভাবে সেইভ হয়ে যাবে নোটস অ্যাপের ‘কল রেকর্ডিংস’ নামের ফোল্ডারে। শুধু রেকর্ড করাই নয়, পরে এগুলো ম্যানেজ করার সুযোগও থাকছে। নোটস অ্যাপ থেকে রেকর্ড চালানো যাবে, আবার চাইলে সার্চ, কপি, সেইভ বা শেয়ার করা যাবে। কোনো রেকর্ড মুছে ফেলতে চাইলে একসঙ্গে অডিও এবং ট্রান্সক্রিপ্টও ডিলিট হয়ে যাবে। নতুন ফিচারের মধ্যে সবচেয়ে বড় সংযোজন হলো ‘ট্রান্সক্রিপ্ট’। সমর্থিত ভাষা ও...