ফিলিপাইনে টাইফুন 'বুয়ালয়'-এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৩৩ জন এবং এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। শনিবার ফিলিপাইনে আঘাত হানা এই টাইফুনের প্রভাবে গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিলের তথ্য অনুযায়ী, এ টাইফুনে ৭ লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবারের ২৭ লাখ ৯৭ হাজার ৭০৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এক লাখ ৬৩ হাজার ৩১৭ মানুষ এখন ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। আরও এক লাখ ১৮ হাজার ৯৫৭ জনকে আশ্রয়কেন্দ্রের বাইরে সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে দেখা গেছে, কাগায়ান উপত্যকায় ৮ জন, বিকোল অঞ্চলে ৯ জন, কর্ডিলেরা প্রশাসনিক অঞ্চলে ৪ জন, মধ্য লুজনে ২ জন, মধ্য ভিসায়াসে ২ জন...