পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের দিন জুলাই বিপ্লবে অংশ নিয়ে লালমনিরহাটের পূর্বসাপটানা এলাকায় আওয়ামী লীগ নেতা সুমন খানের বাড়িতে আগুনে পুড়ে শহীদ হওয়া ছয় তরুণের লাশ পুনরায় উত্তোলনের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন তাদের পরিবার।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের নর্থ কিং রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ছয়টি পরিবার। লিখিত বক্তব্যে তারা জানান, তাদের প্রিয় সন্তানের লাশ তদন্তের নামে আবার উত্তোলন করা হবে—এমন খবর তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মানসিকভাবে কষ্টকর।পরিবারগুলো দাবি করেন, লাশগুলো দাফনের পূর্বে একবার তদন্ত সম্পন্ন করা হয়েছিল। তাহলে এখন নতুন করে কেন লাশ উত্তোলন করা হবে—এ নিয়ে তারা ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন।সংবাদ সম্মেলনে তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানান, যেন আর কোনোভাবে লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু না হয়।এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও...