নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার সাকিব আল হাসানের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সাকিব একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন, "শুভ জন্মদিন আপা"। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে পড়ে, যেখানে প্রায় ৯.৭৪ লাখ রিয়্যাক্ট, ২.৬১ লাখ মন্তব্য এবং ৬৫ হাজার শেয়ার হয়েছে। এই পোস্টের পর থেকেই নানা প্রতিক্রিয়া শুরু হয়। দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, সাকিবকে দেশে ফিরতে না দেওয়াটা যৌক্তিক ছিল, যদিও সরাসরি তার নাম উল্লেখ করেননি। এর কিছু সময় পর সাকিব আবার একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেন, "যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!...