চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিলন হোসেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। গত ৪ সেপ্টেম্বর মারামারির এক মামলায় তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক। চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফখর উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে কারা অভ্যন্তরে মিলন হোসেন হঠাৎ অসুস্থ হয়ে...