ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে হতে যাওয়া বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার একটি প্রস্তাব নিয়ে কথা বলবেন। যু্ক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতায় কান না দিয়ে বেশ কয়েকটি পশ্চিমা দেশের নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পর সোমবার ট্রাম্প-নেতানিয়াহু এ বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এ নিয়ে চতুর্থবার হোয়াইট হাউসে বৈঠকে যাচ্ছেন নেতানিয়াহু। গাজায় হামাসের বিরুদ্ধে প্রায় দুই বছরের যুদ্ধে ‘গণহত্যা চালানো’ ও ‘দুর্ভিক্ষ সৃষ্টির’ অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়া ইসরায়েলের এ ডানপন্থি নেতা তার দেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে সহযোগিতা জোরদারের প্রত্যাশা নিয়েই এবারের বৈঠকে বসবেন, বলছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহু উষ্ণ অভ্যর্থনা পাবেন বলেই অনুমান করা হচ্ছে। অথচ শুক্রবারই ইসরায়েলি এ প্রধানমন্ত্রী দেখেছেন উল্টোচিত্র।...