বিভিন্ন ধরনের ওজন ও পরিমাপক যন্ত্রাংশের সঠিকতা যাচাই ও প্রত্যয়নের ফি বা ‘ক্যালিব্রেশন ফি’ কমিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের ৪১তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মান নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসটিআই বলছে, সেবাগ্রহীতাদের দাবি ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ দিতে ক্যালিব্রেশন ফি কমানো হয়েছে। প্রতিষ্ঠানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (এনএমএল) অ্যাক্রেডিটেড ছয়টি ল্যাবরেটরি থেকে দেওয়া ক্যালিব্রেশন সেবা মূল্য কমানো হয়েছে। সংস্থাটির সম্পাদক মঈনুদ্দীন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যালিব্রেশনের অনেকগুলো প্যারামিটার রয়েছে। প্যারামিটার ধরে বিভিন্ন হারে এটি কমানো হয়েছে। গড়ে প্রায় অর্ধেক ফি কমানো হয়েছে।” সাধারণত বিএসটিআইয়ের ক্যালিব্রেশন ফি হল বিভিন্ন ধরনের ওজন ও পরিমাপক যন্ত্রাংশ সঠিকভাবে পরিমাপ করা হয়েছে কিনা, তা পরীক্ষা ও প্রত্যয়নের জন্য নির্দিষ্ট ফি। এই ফি যন্ত্রাংশের প্রকার ও পরিমাপ ক্ষমতার...