২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী করতে সুখবর দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।নানামুখী উদ্যোগের মধ্যে গবেষণা সহকারী বা রিসার্স এসিসটেন্ট হিসেবে কাজ করা শিক্ষার্থীদের মাসিক বেতনের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে স্নাতকে পড়া গবেষণা সহকারীরা প্রতি মাসে ৪ হাজার টাকা, স্নাতকোত্তরের শিক্ষার্থীদের মাসে ৫ হাজার টাকা এবং পিএইচডির শিক্ষার্থীদের মাসে ১০ হাজার টাকা করে পাবেন। বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেল’ এর পরিচালক ড. লোকমান আলী এসব কথা জানান। তিনি জানান, শিক্ষকদের প্রতিটি প্রজেক্টের জন্য ৩ লক্ষ এবং ৫ লক্ষ টাকা গবেষণা বরাদ্দ দেওয়া হবে। এই প্রজেক্টে শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে একজন ছাত্র/ছাত্রীকে গবেষণা সহকারী (রিসার্স এসিসটেন্ট) নিতে হবে। ঐ গবেষণা সহকারীর জন্য প্রতি মাসে ভাতা নির্ধারণ করা হয়েছে। সেটা হলো...