২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। খুব শিগগিরই তালিকা প্রকাশ করে দলটি প্রচারণায় নামবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে এবারের নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। মেজর হাফিজ অভিযোগ করেন, জনগণের রায়কে ভয় পায় জামায়াত। ইউরোপ-আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীর পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে...