প্রবল শক্তি নিয়ে আঘাত হানা সুপার টাইফুন ‘রাগাসা’র ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে মৌসুমি ঝড় ‘বুয়ালোই’ তাণ্ডব চালিয়েছে ফিলিপাইনে। এই ঝড়ে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে।আহত হয়েছেন অন্তত ৩৩ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। রোববার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) জানিয়েছে, ঝড়টি দেশের একাধিক প্রদেশ ও অঞ্চলে আঘাত হানলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন এবং ভিসায়াসের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে। দুর্যোগ দপ্তরের তথ্য অনুযায়ী, বিকোল থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোন থেকে ২ জন এবং ভিসায়াস থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসেই...