ঢাকা:বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জীবন রক্ষাকারী সহায়তার আওতায় রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের নতুন তহবিল প্রদান করেছে জাপান। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে। রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের, সহায়তা প্রদানে জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা শিবিরগুলিতে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিলের...