পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে বাংলাদেশি নিহতের খবর সংবাদমাধ্যমে এসেছে, সেই তরুণ দেড় বছর আগে দেশ ছাড়েন বলে পরিবারের ভাষ্য। গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৭ সদস্য নিহত হন। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে খবর প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি। অবশ্য ওই প্রতিবেদনে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই এবং পাকিস্তান ও আশপাশে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মাহাজের এক্স পোস্টে দেওয়া ছবি দেখে ওই তরুণকে ফয়সাল হোসেন বলে শনাক্ত করেছে মাদারীপুরের এক পরিবার। Among the killed militants in Karak, one militant has been identified from Bangladesh. Security forces recovered Bangladeshi ID card, currency, and documents from the dead body. Earlier operation in Shah Saleem Police...