১০ বছরে পা রেখেছে ঢাকাই মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছেলের এই বিশেষ দিনে ফের একসঙ্গে দেখা মিলল শাকিব-অপুকে। ২৮ সেপ্টেম্বর তাদের পারিবারিক মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হতেই ভক্তদের মাঝে আলোচনা। ভিডিওতে দেখা যায়, শাকিব, অপু এবং তাদের পরিবারের অন্য সদস্যরা জয়ের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছেন। এছাড়াও সেখানে শাকিব ও অপুকে ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে। দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়, সামনে রাখা জন্মদিনের কেক এবং সামনেই হাসিমুখে মা অপু বিশ্বাস। এ সময় অপু জয়ের হাতে কেক তুলে দেন, আর তার থেকে শাকিব খানকে কেক খেতেও দেখা যায়। এ আয়োজনে শাকিবের পরিবারের অন্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। আর এসব মুহূর্ত ভাইরাল হতেই শাকিব-অপু ও তার সন্তানকে ভালোবাসায় ভরে দেন অনুরাগীরা।...