২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিনিয়োগকারী ইমরান খান। গত শনিবার (২৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক ইউনূস দেশের ক্রমবর্ধমান ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ করার জন্য তাকে আমন্ত্রণ জানান। আলেফ হোল্ডিং বোর্ডের চেয়ারম্যান খান বলেছেন, অধ্যাপক ইউনূসের দারিদ্র্য দূরীকরণের আজীবন লক্ষ্য দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। জন্মভূমিতে বিনিয়োগ করার জন্য এটিই সঠিক সময়। তিনি বলেন, আমি আপনার কাজের একজন মহান ভক্ত। আপনি আমাদের সবার জন্য জাতীয় গর্ব। খান অধ্যাপক ইউনূসকে বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার আগ্রহের পেছনে তার প্রভাবকে একটি মূল...