এবারের দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করলেন একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ও শিল্পী অরূপরতন চৌধুরী। সংগীতা মিউজিকের ব্যানারে নির্মিত বিশেষ মিউজিক ভিডিও ‘দেবী দুর্গাবন্দনা’ শনিবার জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, গানটি সংগীতার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে মুক্তি দেওয়া হয়েছে।‘দেবী দুর্গাবন্দনা’ গানটির কথা লিখেছেন জীবন চৌধুরী, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা করেছেন অনিক বসু। ভিডিওটির চিত্রায়ন হয়েছে ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ কয়েকটি বিশেষ স্থানে। এতে সমবেত নৃত্যশিল্পীদের অংশগ্রহণে দুর্গোৎসবের আনন্দঘন আবহ ফুটিয়ে তোলা হয়েছে।প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী অরূপরতন চৌধুরী বলেন, ‘সর্বজনীন দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আনন্দ-উৎসবের আবহেই গানটি করেছি। মানুষের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ...