রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ওয়েলফেয়ার সোসাইটি অব এক্স-স্টুডেন্টস অব অ্যাপ্লায়েড কেমিস্ট্রি’ (ডব্লিউএসইএসএসি) এর ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গঠিত হয়েছে নতুন কমিটিও। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডব্লিউএসইএসএসির সভাপতি শেখ ইউসুফ হারুন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা। সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রাতুল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলামকে সভাপতি ও ফ্যাসন ফ্লাস লিমিটেডের পরিচালক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন এই কমিটি গঠন করা হয়।কমিটিতে পাঁচজন সহসভাপতি, তিন জন যুগ্ম সম্পাদক এবং ১৬ জন এক্সিকিউটিভ সদস্যসহ মোট এই ৩৫ জনের কমিটির অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া নতুন কমিটিতে ২০ জনকে উপদেষ্টা পদে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি সংগঠনটির গঠনতন্ত্রের নতুন সংস্করণ...