২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম ঈশ্বরদী ঢাকা রুটের ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতর তিন বগি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে ৫ ঘন্টায় স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। আজ ভোরে এ ঘটনা ঘটে। ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। বগি উদ্ধারের পর সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষমাণ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সাড়ে দশটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেন যাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে...