ঢাকা:এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউরোপিয় ইউনিয়ন (ইইউ) ১৫০ জন পর্যবেক্ষক পাঠাবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য।এর আগে তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসি কর্মকর্তারা। আখতার আহমেদ বলেন, আজকে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একটা ডেলিগেশন আমাদের সঙ্গে দেখা করে গেছেন। ওনারা এসেছিলেন একটা অ্যাসেসমেন্ট টিম হিসেবে। আমাদের কমিশনের অফিসারদের সঙ্গে সমাপনী বৈঠকটা করে গেলেন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সঙ্গে। তিনি বলেন, ফরেন মিনিস্ট্রি, আমাদের সঙ্গে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে। যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যেটা ধারণা দিয়েছেন সেটা হচ্ছে ১৫০ জনের মতো...