পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাংগাশিয়া গ্রামে গাঁজা সেবনের দায়ে মো. মিজানুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাকে দুমকি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো....