চোট কাটিয়ে ফেরার ম্যাচে আলো ছড়িয়েছেন লামিনে ইয়ামাল। রবের্ত লেভানদোভস্কির জয় সূচক গোলে রেখেছেন অবদান। প্রতিপক্ষ রেয়াল সোসিয়েদাদ কোচ সের্হিও ফ্রান্সিসকো মনে করছেন, বিশ্বের সেরা এই তরুণ ফরোয়ার্ডের বদলি নামাই ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচে। লা লিগার ম্যাচে রোববার ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শিরোপাধারীরা উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। আলভারো ওদ্রিওসোলার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন ডিফেন্ডার জুল কুন্দে। দ্বিতীয়ার্ধে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। সেটাই দলকে এনে দেয় তিন পয়েন্ট। ম্যাচের ৫৮তম মিনিটে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রুনি বার্দগির জায়গায় কুঁচকির চোট কাটিয়ে ফেরা ইয়ামালকে নামান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। মাঠে নামার এক মিনিটের মধ্যে দলকে এগিয়ে নেওয়ায় ভূমিকা রাখেন তরুণ তারকা। ডি-বক্সে ঢুকে একজনের চ্যালেঞ্জ সামলে ক্রস বাড়ান ইয়ামাল, আর হেডে জাল...