অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্স) অনুমতি পাওয়ার নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আগামীকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবার পার্টির সম্মেলনে এ সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করতে পারেন। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক নিরাপত্তা তহবিলে নিয়মিত অবদান রাখার প্রমাণ, অপরাধমুক্ত থাকার রেকর্ড এবং কোনো ধরনের সরকারি ভাতা গ্রহণ না করার শর্ত পূরণ করতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা দেখাতে হবে। বছরের শেষের দিকে এই পরিকল্পনা নিয়ে জনমত যাচাই শুরু করা হবে। বর্তমানে অভিবাসীরা পাঁচ বছর ব্রিটেনে বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। তবে লেবার সরকার মনে করছে, এ প্রক্রিয়াকে আরও কঠোর করা দরকার, যাতে কেবল যোগ্য এবং...