ঢাকা:ঢাকার ভারতীয় হাই কমিশন বাংলাদেশি স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গে ‘স্টার্টআপ কানেক্ট’ আয়োজন করেছে। এ অনুষ্ঠানে ৩০ জনেরও বেশি বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ‘স্টার্টআপ কানেক্ট’ ভারত ও বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের উল্লেখযোগ্য বৃদ্ধির ওপর জোর দেয় এবং সহযোগিতার সুযোগগুলো প্রদর্শন করে। অনুষ্ঠানে বাংলাদেশি এবং ভারতীয় উভয় স্টার্টআপই প্রযুক্তিগত উদ্ভাবন এবং উদ্যোক্তাদের সুযোগ কাজে লাগাতে পারে, শক্তিশালী আন্তঃসীমান্ত সহযোগিতা গড়ে তুলতে পারে এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বে ভাগাভাগি করে প্রবৃদ্ধি অর্জন করতে পারে তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ককে এগিয়ে নিতে উদ্ভাবনী-নেতৃত্বাধীন প্রবৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে স্টার্টআপগুলো কেবল কর্মসংস্থান সৃষ্টি এবং সমাধান প্রদানই করে না, বরং নতুন ধারণা এবং অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশকে সংযুক্ত করার সেতু হিসেবেও...