চট্টগ্রাম:র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো.হাফিজুর রহমান বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পূজামণ্ডপগুলোয় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিংসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ প্রায় ২৫টি স্থানে নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে।পাশাপাশি সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ টিমও নিয়োজিত করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের রহমতগঞ্জ জে এম সেন হলে পূজামণ্ডপে পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নগরের দীপিকা সংঘের ভৈরব বাড়ি মণ্ডপ প্রাঙ্গণ, মহাজন ঘাটাসহ পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিজয়া দশমীর বিসর্জনের মধ্য...