নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ হুমকির মুখে পড়েছে। শহরের যত্রতত্র আবর্জনার স্তুপের গন্ধে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখা দিয়েছে নানাবিধ ব্যাধী। গতকাল ২৯সেপ্টেম্বর সরেজমিন গিয়ে দেখা যায় এমনই দৃশ্য। দেখা যায়, শহরের হাতিখানা ও শুরকি মহল্লা ময়লা আবর্জনারর ভাগাড়ে পরিণত হয়েছে। একারনে চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শরীরে দেখা দিয়েছে দাউদ, একজিমা, শ্বাসকষ্ট, হাপানি,ফুসফুসে প্রদাহ সহ নানান রোগ। ব্যাপক হারে চুলকানি সহ চর্মরোগে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরের জনজীবন। স্থানীয়রা জানান, সৈয়দপুর শহরের ১ নং রেল ঘুমটির ৫০ গজ দক্ষিণে হাতি খানা সড়ক সংলগ্ন রেলওয়ের জায়গায় তৈরি করা হয়েছে ডাষ্টবিন। এ ডাষ্টবিনে পৌর কর্তৃপক্ষ সহ আশপাশ এলাকার ফল ব্যবসায়িরা প্রতিদিন কয়েক টন বর্জ ফেলছে। বাজারের আবাসিক হোটেল, রেস্তোরাঁ সহ ঘরবাড়ির বর্জ্য ও ফেলা হচ্ছে ওই ডাষ্টবিনে।এছাড়া শহরের অনেক স্কুল...