ঢাকা: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইরানে বাহমান চৌবি-আসল নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগের নিজস্ব সংবাদমাধ্যম মিজান।প্রতিবেদনে জানানো হয়, বাহমান চৌবি ছিলেন ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর। মোসাদের পক্ষে কাজ করে তিনি ইরানে সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেস চুরির চেষ্টা করেন এবং ডেটা সেন্টারে নিরাপত্তা ভাঙনের পরিকল্পনা করেন।এছাড়া, ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ সম্পর্কে তথ্য সংগ্রহসহ আরও কয়েকটি গুপ্তচরবৃত্তিমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। খবর আল জাজিরা।বিচার বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্ট আসামীর আপিল খারিজ করে দিয়েছে এবং ‘পৃথিবীতে দুর্নীতির’ অভিযোগে মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে।ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের গোপন সংঘাত চললেও চলতি বছরের জুনে তা সরাসরি যুদ্ধে রূপ নেয়। সে সময় ইসরায়েল ইরানের ভেতরে বিভিন্ন স্থানে হামলা চালায় এবং মোসাদের কমান্ডোরা...