গতকাল রবিবার একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের বৈঠকের একাধিক ছবি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই ছবি থেকেই সামনে আসে জামায়াত ইসলামীর নতুন লোগো। এরপর শুরু হয় আলোচনা। তবে সেই লোগো সরিয়ে ফেলেছে জামায়াত। আজ সোমবার জামায়াতের আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। ওই বৈঠকেরও একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে। তবে আজকের ছবিতে জামায়াত ইসলামির নতুন লোগো দেখা যায়নি। যদিও জামায়াত ইসলামীর নেতারা গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন, তাদের লোগো পরিবর্তন হচ্ছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। কয়েকটি লোগো ট্রায়েল চলছে। দ্রুত একটি লোগো নির্ধারণ করে সেটি গণমাধ্যমকে দলের পক্ষ থেকে জানানো হবে। গতকাল জামায়াতের নতুন যে লোগো সামনে আসে সেখানে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য দেখা গেছে। তার ওপরে রয়েছে...