এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল খেলার পর চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার সেই তালিকায় যোগ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছিলেন একটি পোস্ট। সেই পোস্টের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অতুল লোন্ধে পাতিল ও হর্ষবর্ধন শাকপাল। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি পোস্ট করে লেখেন, ‘অপারেশন সিন্দুর এখন খেলার মাঠে। ফলাফল একই- ভারত জিতেছে। অভিনন্দন আমাদের খেলোয়াড়দের।’ মোদির এমন পোস্টের পর তার সমালোচনা করে কংগ্রেস নেতা অতুল লোন্ধে পাতিল সংবাদমাধ্যম পিটিআইতে বলেছেন, ‘মাঝে মাঝে আমার সন্দেহ হয় প্রধানমন্ত্রী মোদির বৈদেশিক নীতি এবং কূটনীতি সম্পর্কে কোনো জ্ঞান আছে কি না। যদি আমাদের খেলতে হয়, স্পোর্টসম্যানশিপ নিয়েই খেলা উচিত।’ ‘যদি অপারেশন সিন্দুর চলমান থাকত, তখন আমাদের খেলা উচিত হত না। যদি এই অবস্থার...