শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড় পৌর এলাকার ৬টি মন্দিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ পাহারায় কাজ করছেন পৌর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি উপস্থিত হিন্দু ভক্ত সঙ্গে মতবিনিময় করেন। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে মন্দিরে গিয়ে পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবক টিমকে দিকনির্দেশনা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক। এ সময় তিনি সংবাদিকদের বলেন, আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জননেতা ফরহাদ হোসেন আজাদের নির্দেশে মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে নির্ভয়ে...