প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে 'জাগো শরীয়তপুর' নামে একটি সংগঠনের উদ্যোগে শহরের চিকন্দি ফুট পার্কে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জেলা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ও সচেতন নাগরিক সমাজের লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, ফরিদপুরের দূরত্ব বেশী। শিক্ষা, চিকিৎসা, দাপ্তরিকসহ সব কার্যক্রম ঢাকার সঙ্গে। তাই শরীয়তপুরের সঙ্গে ঢাকার মেলবন্ধন।...