রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। নিহতের খালা নাজনীন আক্তার জানান, উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করেন আরমান। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিয়ালা গ্রামে। বাবার নাম আবু সুফিয়ান মির্জা। তিনি আরও জানান, ভোরে জসিম উদ্দিন রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়।...