প্রায় সবাই বলেন, তাঁরা সঙ্গী হিসেবে ভালো ও দয়ালু মানুষ চান। কিন্তু বাস্তবে সম্পর্ক বাছাইয়ের সময় দেখা যায়, অনেকে একটু প্রাণবন্ত, আত্মবিশ্বাসী বা সামাজিক মানুষকে বেশি প্রাধান্য দেন। কারণ, তাঁরা শুধু ভদ্র নন, তাঁরা সম্পর্ককে রঙিন করে তুলতে পারেন। বাংলাদেশের পটভূমিতে অনেক নারী এখন খোলাখুলি বলেন, সঙ্গী নির্বাচনে শুধু ভদ্রতা নয়, আর্থিক সামঞ্জস্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্বশীলতাও জরুরি। আবার অনেকের কাছে পুরুষের আত্মবিশ্বাস, রসবোধ ও সহজে মিশতে পারার ক্ষমতাও বড় আকর্ষণ। অন্যদিকে পুরুষেরা প্রায়ই দয়ালু ও মিষ্টি স্বভাবের নারীদের প্রশংসা করেন। কিন্তু সম্পর্কে এগোতে গেলে তাঁরা অনেক সময় প্রাণবন্ত, আত্মবিশ্বাসী, এমনকি সামান্য রহস্যময়তাতেও বেশি ঝোঁকেন। কারণ, সেটাই তাঁদের কানে কানে বলে, ‘এই মানুষটাকে আমি জানব, বুঝব, তাঁর হৃদয় জিতে নেব।’ শান্ত ও ভদ্র স্বভাব অবশ্যই প্রশংসনীয়। তবে শুধু এর ওপর...