একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ ১০ থেকে ১২ জন যুবক দেশি অস্ত্র নিয়ে হামলা করেন। হামলাকারীদের একজনের হাতে ছিল পিস্তল। বাকিদের হাতে রামদা, কিরিচ ও লোহার রড। ঢোকার পর অস্ত্র উঁচিয়ে পরপর চার রাউন্ড গুলি করেন ওই যুবক। তাঁর নেতৃত্বে ভাঙচুর করা হয় নির্মাণসামগ্রী। মারধর করা হয় শ্রমিকদের। নিজেদের তাঁরা ‘সাজ্জাদ ভাই’ ও ‘ইমন ভাইয়ের’ লোক বলে পরিচয় দেন। প্রকাশ্যে অস্ত্রবাজির এমন ঘটনা ঘটেছে গত শনিবার সকাল নয়টায় চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার কুয়াইশ রোডের উত্তরা হাউজিং এলাকায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের নেতৃত্ব দেওয়া যুবকের পিস্তল হাতে থাকা যুবকের নাম মো. আসিফ। তাঁর সঙ্গে থাকা আরও একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মো. রনি। বাকিদের পরিচয় জানা যায়নি। হামলাকারীরা নিজেদের সাজ্জাদ ও ইমনের লোক...