শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৫০:২১ বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ওয়ার্স লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন কারখানার শ্রমিকসহ নানান পেশার মানুষ।উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের শিমুলতলী এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। শ্রমিকেরা অভিযোগ করেন, ২০ সেপ্টেম্বর বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।কারখানার শ্রমিক মো. সুমন মিয়া...