ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সারাহ কুক বলেন, “আগামী বছরের নির্বাচনের ঘোষণাকে যুক্তরাজ্য স্বাগত জানায়। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। পোলিং এজেন্ট ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের বিষয়েও আমরা সহায়তা করতে প্রস্তুত।” তিনি জানান, নির্বাচন নিয়ে নাগরিকদের শিক্ষিত করার প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যও কাজ করছে, বিশেষ করে দেশের প্রান্তিক ও দুর্বল গোষ্ঠীর জন্য। তবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে তিনি বিরত থাকেন। বৈঠক শেষে সিইসি নাসির উদ্দিন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে...