চতুর্থ দিনের মত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিকরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) চতুর্থ দিনের মত এ ধর্মঘট চলছে। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা জানান, পুজার ছুটিতে এমনিতেই বাস-ট্রেনে ভীড়। কোনরকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা। এদিকে একতা ট্রান্সপোর্টের বাস রাজশাহী ঢাকা রুটে স্বাভাবিক সময়ের মতই চলাচল করছে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি ও দেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী বজলুর রহমান রতন বলেন, আমরা চালক ও শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়েছি। কিন্তু তারপরও তারা মালিকদের নিষেধ না মেনে পথে পথে যাত্রী উঠানো বন্ধ করেনি। এতে যাত্রীদের নিরাপত্তা যেমন ঝুঁকিতে পড়ছে, তেমনি বাস কোম্পানির...