ঢাকা:জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে তৃণমূলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের প্রতিকার চেয়ে দলটির একটি অংশ চিঠি দিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) চিঠিটি দিয়েছেন জাপার আনিসুল ইসলাম অংশের দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান। জাপা প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদের অংশ নিজেদের নিয়ন্ত্রণ বহাল রাখতে ইসির সঙ্গে সাক্ষাতের পরেরদিন এই অংশ এমন দাবী জানাল। সিইসিকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল যথাযথভাবে সম্পন্ন হওয়ার পর কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওই কাউন্সিল-সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় নথি ও দলিলপত্র যথাযথভাবে নির্বাচন কমিশনে ইতোমধ্যে দাখিল করা হয়েছে। কিন্তু, একাধিকবার আবেদন ও অনুরোধ সত্ত্বেও এখনো নির্বাচন...