ঢাকা: ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে। এ উপলক্ষে সাময়িকভাবে সব বেসামরিক ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দেশটির পরিবহন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।পুলিশ ও নিরাপত্তা সংস্থার কার্যক্রমকে সহজ করতে এবং বিদেশি ড্রোনের মাধ্যমে সম্ভাব্য অনিশ্চয়তা ও বিঘ্ন এড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন সম্মেলনের জন্য পুলিশ উচ্চ সতর্কতায় রয়েছে এবং দেশীয় ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। খবর বিবিসি।এই নিষেধাজ্ঞা ৩ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা ভঙ্গের ক্ষেত্রে জরিমানা অথবা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব ডেনমার্কের হাতে রয়েছে।২২ সেপ্টেম্বর থেকে দেশটি অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার ঘটনা শুরু হয়। এসব ড্রোন উড্ডয়নের কারণে কোপেনহেগেন ও অসলো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ...