কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু জাফর মোল্লা। তিনি ট্রেড গ্রুপ হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ‘এ’ গ্রুপের হাজী মেজবার রহমান এবং সহ-সভাপতি নির্বাচিত হলেন ‘বি’ গ্রুপের আলহাজ্ব কাজী রফিকুর রহমান রফিক। রোববার বিকেলে চেম্বার ভবনে এই তিন পদে মনোনয়ন ক্রয় ও জমা দেওয়ার সময় ছিল। শুধুমাত্র এই তিনজন তিনটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়নপত্র ক্রয় করেন এবং জমা দেন। আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন এ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন এই তিনজনকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে শনিবার দিনব্যাপী চেম্বারের ‘এ’ গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপের ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। ‘এ’ গ্রুপের নির্বাচিত পরিচালকগণ হলেন— মো. ফুয়াদ রেজা ফাহিম, মো. আখতারুজ্জামান ওরফে কাজল...