ঢাকা: ইলিশের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আনতে আকারভেদে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) ইলিশের উৎপাদন ও বিপণনব্যবস্থা নিয়ে তৈরি করা এক সমীক্ষা প্রতিবেদনে এ সুপারিশ তুলে ধরে কমিশন।প্রতিবেদন অনুযায়ী, প্রথম ধাপে নৌকা বা ফিশিং ট্রলারে প্রতি কেজি ইলিশ ধরার খরচ সর্বনিম্ন ৪৮৪ টাকা এবং সর্বোচ্চ ৫০৪ টাকা। পরবর্তীতে পরিবহন, বরফ, মজুরি ইত্যাদি যুক্ত হয়ে প্রতি কেজির মোট ব্যয় দাঁড়ায় ৬৮৮ থেকে ৭০৬ টাকার মধ্যে। কিন্তু বাজারে ইলিশের বিক্রয়মূল্য এ চেয়ে অনেক বেশি।মূলত, ঘাট পর্যায়ে দাদন ব্যবসায়ীরাই মাছের ন্যূনতম দর নির্ধারণ করে দেন। এর ফলে পাইকারি বাজার থেকেই ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে।বিটিটিসি মনে করে, দাদন ব্যবসায়ীদের এই অনিয়ন্ত্রিত ভূমিকা নিরুৎসাহিত করতে আকার অনুযায়ী সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য কার্যকর করা প্রয়োজন।ট্যারিফ...