জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট পেলেন আলাউদ্দিন বাবু। সোমবার (২৯ সেপ্টেম্বর) ডানহাতি পেসারের তোপে পুড়েছে বরিশাল বিভাগ। রংপুরের পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে রংপুর। সিলেট আন্তজাতিক ক্রিকেট মাঠে ৬ উইকেটে জিতেছে রংপুর। ১০৭ রানের লক্ষ্য মাত্র ১৩.৩ ওভারেই ছুঁয়ে ফেলেছে তারা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন আলাউদ্দিন। ৩.৩ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৫ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ৭৭ ম্যাচের ক্যারিয়ারে এটাই প্রথম ৫ উইকেট প্রাপ্তি তার। শুরুতে নাসির হোসেন রংপুরকে এগিয়ে নেন। দুই ওপেনার ইফতি ও রাফসানকে আউট করেন তিনি। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন নাসির। এরপর শেষ দিকে একের পর এক উইকেট নিতে থাকেন আলাউদ্দিন। তাতে বেসামাল হয়ে ১০৭ রানের বেশি করতে...