পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তার জন্য ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিজিটাল এনআরএম প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিজিটাল এনআরএম ওয়েবভিত্তিক সফটওয়্যার, যা পাচারের শিকার ব্যক্তিদের শনাক্তকরণ থেকে শুরু করে তাদের সময়মতো ও সমন্বিত সেবা দেওয়ার প্রক্রিয়াকে একটি একক ডিজিটাল কাঠামোর আওতায় আনবে। এ উদ্যোগটি মানবপাচারবিরোধী জাতীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মানবপাচার দমনে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, “আমাদের সব প্রচেষ্টার কেন্দ্রে থাকবে ভুক্তভোগীরা, যারা প্রায়ই সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশ। তাদের যত্ন, সুরক্ষা, এবং পুনঃএকত্রিকরণ অপরাধীদের বিচারের মুখোমুখি করার মতোই সমানভাবে গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “ডিজিটাল এনআরএম...