ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে প্রাণ হারান তিনি। তার অকাল মৃত্যুর পর আসামজুড়ে নেমে আসে শোকের ছায়া। এখনও দেশজুড়ে ভক্তরা ভিড় জমাচ্ছেন গুয়াহাটির কামারকুচি এনসি গ্রামে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে। ভারতের গণমাধ্যম জানায়, ১৪টি ভাষায় পড়ানো হবে জুবিন গার্গের জীবনী। এর মাধ্যমে ভারতের শিক্ষার্থীরা এই তারকার জীবন, সংগীতভুবনে অবদান এবং মানবিক দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। কেবল ১৪টি ভাষায় পড়ানো হবে জুবিন গার্গের জীবনী তাই নয়, এদিকে ২৬ সেপ্টেম্বর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় দারুণ এক ঘোষণা দিয়েছে। তাদের সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচারের নাম পরিবর্তন করে রাখা হবে ‘জুবিন গার্গ সেন্টার’। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে স্থাপন করা হবে তার একটি ভাস্কর্য। এটি নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে বলে...