নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য৷ নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি৷ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, জনগণ যাকে পছন্দ করবে তাদেরকে সরকার হিসেবে মেনে নিবে৷ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে৷ আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী কোনো নির্বাচন হবে না৷ আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো৷ আরও পড়ুন-জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে বাড়িছাড়া করা সেই ছেলে গ্রেফতারক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র সৌরভ বাঁচতে চায়চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু তিনি বলেন, দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে উদযাপন করতে পারি, এটাই আমাদের এখনকার...